
কোর্স পরিচিতি
স্ক্র্যাচ পরিচিতি (Introduction to Scratch) কোর্সে শিক্ষার্থীদের স্ক্র্যাচের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই কোর্সে এমআইটি মিডিয়া ল্য়াবের তৈরি স্ক্র্যাচ অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিভিন্ন গেম ও অ্যানিমেশন তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের ধারনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
কোর্সটি কাদের জন্য? কোর্সটি চতুর্থ শ্রেনী থেকে শুরু করে হাইস্কুল, কলেজ ও পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উপযোগি।
কোর্সটি কাদের জন্য নয়? যারা ইতিমধ্যে কম্পিউটার প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত কোর্সটি তাদের জন্য খুব একটা উপযোগী হবে না।
কোর্সটি করতে হলে কী কী জানতে হবে? কোর্সটি করার জন্য পূর্বে কম্পিউটার ব্যবহার করার অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
এই কোর্সে যেসব জিনিস দেখানো হয়েছে, তার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, কিংবা কোনো বিষয় জানার প্রয়োজন হয়, তখন প্রয়োজনে গুগল (google.com) সার্চ করতে হবে। ইন্টারনেটে স্ক্র্যাচ দিয়ে তৈরি অনেক প্রজেক্ট ও রিসোর্স বিনামূল্যে পাওয়া যাবে। এতেও কাজ না হলে প্রোগ্রামাবাদে (programabad.com) প্রশ্ন করতে হবে (আগে সার্চ করে নিতে হবে যে ওই প্রশ্ন ইতিমধ্যে কেউ করেছে কী না)।
কোর্স শিক্ষক
তামিম শাহরিয়ার সুবিন (Tamim Shahriar Subeen)। তিনি বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান গ্র্যাব-এর গ্রাব আর এন্ড ডি সেন্টারে (সিঙ্গাপুর) ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকাকালীন তিনি মুক্ত সফটওয়্যার লিমিটেড ও দ্বিমিক কম্পিউটিং – এই দুইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
ফেসবুক পেজ: https://www.facebook.com/pg/tamim.shahriar.subeen/about/
টুইটার : http://twitter.com/subeen
ওয়েবসাইট: http://subeen.com