
কম্পিউটার সায়েন্সের একটি মৌলিক কোর্স হচ্ছে বিচ্ছিন্ন গণিত, যা ডিসক্রিট ম্যাথমেটিকস্ ( Discrete Mathematics ) নামেই বেশি পরিচিত। এই বিষয়ে জ্ঞানলাভের মাধ্যমে একজন শিক্ষার্থী কম্পিউটার প্রোগ্রামকে আরো গভীরভাবে বুঝতে পারে। তাই পৃথিবীর প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ে এটি একটি বাধ্যতামূলক কোর্স।
দ্বিমিক কম্পিউটিং স্কুলের লক্ষ্য কেবল বিভিন্ন অ্যাপ্লিকেশন শেখানো না, প্রোগ্রামিংয়ের দক্ষ ভিত্তি তৈরি করা। আশা করি কোর্সটি তোমাদেরকে ভালো প্রোগ্রামার হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
কোর্সটি পরিচালনা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক হাম্মাদ আলী। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়ন্স ও ইঞ্জিনিয়রিং বিভাগে অনার্স সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি কানাডা’র ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি’র একজন একাডেমিক সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি স্বেচ্ছাসেবক সংগঠন ‘কান পেতে রই’ এর সাথে যুক্ত আছেন।
কোর্সের সবগুলো ভিডিও লেকচার সম্বলিত ডিভিডি পাওয়া যাবে রকমারী ডট কম থেকে। লিঙ্ক: rokomari.com/book/86658